ওটিটিতে মুক্তির অপেক্ষায় বলিউডের ৫ সিনেমা

Share Now..

করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতের একাধিক রাজ্যে সিনেমা হল বন্ধ রাখা হয়েছে। পশ্চিমবঙ্গসহ বেশ কিছু রাজ্যে দর্শক সংখ্যায় কাঁটছাঁট। করোনার ভয়ে হলমুখী না হওয়ার প্রবণতা তো আছেই। দেশটিতে হু হু করে কোভিড সংক্রমণ ছড়াতেই মাথায় হাত বলিউডের প্রযোজক-পরিচালকদের। ফলে ঘরবন্দি দিনগুলোতে একটু বিনোদনের খোরাক খুঁজতে মানুষকে ঢুঁ মারতে হয়েছে অনলাইনে। প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় নামিদামি অনেক সিনেমাও মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে।

করোনার সংক্রমণ এড়াতে এমনিতেই দর্শকদের হলে গিয়ে সিনেমা দেখায় অনাগ্রহ সৃষ্টি হয়েছে। এরইমধ্যে ভারতে কোভিড সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়েছে বলিউডের প্রযোজক-পরিচালকদের। বড় লোকসানের আশঙ্কায় এরইমধ্যে পিছিয়ে গেছে দুই বড় বাজেটের ছবি ‘জার্সি’ এবং ‘আরআরআর’-এর মুক্তি। ‘রাধেশ্যাম’ ছবির মুক্তি পাওয়ার কথা ওটিটি প্ল্যাটফর্মে।

করোনা পরিস্থিতিতে বেশ কিছু ছবির মুক্তি পিছিয়ে যাওয়ায় এবার একগুচ্ছ ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। সে তালিকায় শীর্ষ পাঁচটি চলচ্চিত্র সম্পর্কে জেনে নেওয়া যাক-

ভুল ভুলাইয়া ২: ২০২০ সালে করোনা পরিস্থিতিতে এ ছবির শুটিং বন্ধ হয়ে যায়। ছবির নায়ক খোদ কার্তিক আরিয়ানও করোনায় আকান্ত হন। তবে সব বাধা কাটিয়ে আসছে মার্চে ছবিটি মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু কোভিড সংক্রমণ বাড়ায় এবার বাধ্য হয়ে ওটিটিতেই ছবিটি মুক্তি দিচ্ছেন প্রযোজক। ছবিটিতে কার্তিক আরিয়ানের বিপরীতে কিয়ারা আদভানিকে দেখা যাবে।

বধাই দো: ২০১৮ সালের ছবি ‘বধাই হো’র সিক্যুয়েল এ ছবিটি। ছবির মুখ্য চরিত্রে থাকছেন রাজকুমার রাও ও ভূমি পেডনেকর।

রানওয়ে ৩৪: অমিতাভ বচ্চন, অজয় দেবগণ, রাকুলপ্রীত সিংহ অভিনীত অ্যাভিয়েশন থ্রিলারধর্মী এ ছবিটির মুক্তির কথা ছিল এপ্রিলে। তবে ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ওটিটিতেই ছবি মুক্তির কথা ভাবছেন প্রযোজক-পরিচালক।

গুডবাই: অমিতাভ বচ্চনের এ ছবিটিও মুক্তি পেতে পারে ওটিটিতেই। বিকাশ বহেল পরিচালিত গুডবাই ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখবেন দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। ছবিটির অন্যান্য চরিত্রে নীনা গুপ্ত ও পাভেল গুলাটিকেও দেখা যাবে।

পিপা: পাক-ভারত যুদ্ধের পটভূমিতে ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার কাহিনি নিয়ে নির্মিত ‘পিপা’ ছবিটিও সম্ভবত মুক্তি পাবে ওটিটিতে। রাজা মেনন পরিচালিত এ ছবির মুখ্য চরিত্রে থাকছেন ঈশান খট্টর।

One thought on “ওটিটিতে মুক্তির অপেক্ষায় বলিউডের ৫ সিনেমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *