ভারতে একদিনে ২ লাখ করোনা রোগী শনাক্ত

Share Now..

ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বা একদিনে এক লাখ ৯৪ হাজার ৭২০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১২ জানুয়ারি) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত একদিনে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এক লাখ ৯৪ হাজার ৭২০ জন। যা আগের দিনের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি। মঙ্গলবার এ সংখ্যাটা ছিল ১ লাখ ৬৮ হাজার।
প্রতিদিন প্রতি ১০০টি করোনা পরীক্ষায় রোগী শনাক্ত হচ্ছে ১১.৫ শতাংশ। ভারতে এখন পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৬৮ জন।

One thought on “ভারতে একদিনে ২ লাখ করোনা রোগী শনাক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *