বিচ্ছেদের পথে মালাইকা-অর্জুন!

Share Now..

তবে কি বিচ্ছেদের পথে হাঁটছেন মালাইকা-অর্জুন? বিটাউনে এখন এই কানাঘুষোই চলছে। গুঞ্জন শোনা যাচ্ছে মালাইকা নাকি মানসিক ভাবে একেবারেই ভেঙে পড়েছেন বিচ্ছেদে, বেরুচ্ছেন না ঘর ছেড়ে।

শোনা গিয়েছিলো বলিউডের বিয়ের মৌসুমে রাজ কুমার-পত্রলেখা, ভিকি-ক্যাটরিনার পর সাত পাঁকে বাধা পড়বেন এই চর্চিত বলিউড কাপলও। তবে এবারে কি বিয়ের বদলে তারা বেছে নিলেন বিচ্ছেদ?
কদিন আগেই ঘুরে এলেন মালদ্বীপ থেকে। সেসময়ের মিষ্টি মুহূর্তগুলোর রেশ ইন্সটাগ্রামে ভক্তদের হৃদয় ছুঁয়েছিলো। এছাড়াও বিভিন্ন ইন্টারভিউয়ে তাদের সম্পর্ক নিয়ে বরাবরই খোলামোলা ছিলেন তারা। তবে হঠাৎ ছন্দপতনের কারণ কি সেটা জানতেই উদগ্রীব হয়ে আছেন গোটা বলিউড পাড়া।

এক সংবাদমাধ্যমের ‘খবর’ মালাইকা-অর্জুনের চার বছর পর সম্পর্কে পড়েছে ভাটা। চারদিন হয়ে গেলো মালাইকা অরোরা বের হননি বাড়ি ছেড়ে। এদিকে তার ১১ বছরের ছোট প্রেমিকও তার বাড়ির দিকে পা বাড়াননি। অথচ তিনদিন আগেই বোন রিয়া কাপুরের বাড়িতে নৈশভোজের নিমন্ত্রণে তাকে দেখা গেছে। সাধারণত পারিবারিক এসব অনুষ্ঠানে অর্জুনের সঙ্গী হতেন মালাইকা অরোরা। তবে এবার অর্জুন একাই গিয়েছিলেন সেখানে। এতে করেই সন্দেহ আরো ঘনীভূত হয়েছে অনুরাগীদের মাঝে।

তবে এ বিষয়ে কোন মালাইকা বা অর্জুন কেওই কিছু বলেননি।

One thought on “বিচ্ছেদের পথে মালাইকা-অর্জুন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *