ঝিকরগাছা উপজেলা আ’লীগের সাথে একযোগ হয়ে কাউন্সিলর প্রার্থীদের নিকট নৌকায় ভোট চাওয়ার আহবান

Share Now..

আফজাল হোসেন চাঁদ :

আগামী ১৬ জানুয়ারী যশোরের ঝিকরগাছা পৌর নির্বাচনে নৌকার প্রতীকের বিজয়ের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের আয়োজনে পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় সকল কাউন্সিলর প্রার্থীদের নিজের ভোটের পাশাপাশি নৌকা মার্কার ভোট চাওয়ার জন্য আহবান করেছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় উপজেলা ডাকবাংলোয় মতবিনিময়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের পৌর নির্বাচনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুর কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাছিমুল হাবীব শিপার, সাবেক প্রচার সম্পাদক মোর্ত্তজা ইসলাম বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য ইকবাল আহম্মেদ রবি, উপজেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, পৌর যুগ্ম আহ্বায়ক আলিমুল মৃধা সহ পৌর নির্বাচনের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডের সকল কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। উল্লেখ্য, মতবিনিময়ের শেষে উপজেলা আওয়ামীলীগের পৌর নির্বাচনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থীদেরকে সাথে নিয়ে উপজেলার মোড় হতে পারবাজার এবং পারবাজার হতে উপজেলার মোড়ের যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশের ব্যবসায়ী ও জনসাধরণের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণের মাধ্যমে ভোটের আহবান করা হয়।

2 thoughts on “ঝিকরগাছা উপজেলা আ’লীগের সাথে একযোগ হয়ে কাউন্সিলর প্রার্থীদের নিকট নৌকায় ভোট চাওয়ার আহবান

  • March 15, 2024 at 12:40 pm
    Permalink

    Зайдите на сайт https://kovertut.by/ где вы сможете ознакомиться с огромным каталогом ковров, паласов, дорожек и купить по отличным ценам в Минске с доставкой. Магазин ковров в Минске предлагает большой ассортимент, отличные цены, акции на ковры и свежие поступления продукции на склад. Каждый найдет для себе ковер на сайте!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *