জোকোভিচকে রেখেই অস্ট্রেলিয়ান ওপেনের ড্র
অস্ট্রেলিয়ান ওপেনে খেলার এখনো পুরো অনুমতি মেলেনি পুরুষ বিভাগে বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের। তার ভিসা জটিলতা কাটেনি। তবু, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সার্বিয়ান তারকাকে রেখেই অস্ট্রেলিয়ান ওপেনের ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম রাউন্ডে তিনি মিওমির কেচমানোভিচের মুখোমুখি হবেন।
জটিলতা কেটে গেলে বিশ্বের এক নম্বর তারকা শীর্ষ বাছাই হিসেবে দশম অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নামবেন। একই সঙ্গে প্রথম পুরুষ তারকা হিসেবে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্লাম জেতার অপেক্ষায় নোভাক জোকোভিচ।
আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ব্যাপারে আশা করছেন নোভাক জোকোভিচ। কিন্তু ভিসা ইস্যুতে এখনো শঙ্কা রয়ে গেছে।
জোকোভিচের করোনা প্রতিষেধক টিকা ছিল না। তারপরও বাংলাদেশ সময় ৫ জানুয়ারি মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে নামেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস খেলার উদ্দেশে তিনি সেখানে যেতে চেয়েছিলেন। টিকার শর্ত শিথিল করেই তাকে ভিসা দেওয়া হয়েছিল। অর্থাৎ তিনি অস্ট্রেলিয়ার এই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে খেলতে অনুমতি পান। কিন্তু মেলবোর্ন বিমানবন্দরে নামার পরই তাকে আটক করে দেশটির অভিভাসন বিভাগ এবং ভিসাও বাতিল করা হয়।
যদিও গত সোমবার (১০ জানুয়ারি) আদালতে এক শুনানিতে ভিসা বাতিল নয় বরং জোকোভিচকে ভিসা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। তাছাড়া আইনি লড়াইয়ে নাম্বার ওয়ান পুরুষ টেনিস তারকার যা খরচ হয়েছে তা অস্ট্রেলিয়া সরকারকেই বহন করতে হবে। কিন্তু আদালতে এমন জয়ের পরও অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের খেলা নিয়ে রয়েছে নতুন শঙ্কা।
অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী, যে কোনো বিদেশি নাগরিকের ভিসা বাতিল করার ক্ষমতা রাখেন দেশটির অভিবাসন মন্ত্রী। সেটা যে কারণেই হোক, অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক সে পথেই হাঁটছেন। তবে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শঙ্কা থেকেই যাচ্ছে।
Si vous envisagez d’utiliser une application d’espionnage de téléphone portable, vous avez fait le bon choix.