সম্পর্ক জোরদারে গুরুত্ব নিয়ে রাশিয়া-ইরান বৈঠক

Share Now..

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোয় জোরদার গুরুত্ব দিয়েছেন। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেছেন দুই নেতা। বুধবার (১৯ জানুয়ারি) দুই দিনের সফরে মস্কো পৌঁছেছেন রাইসি। ২০১৭ সালের পর এই প্রথম ইরানের কোনো প্রেসিডেন্ট পুতিনের দেশে সফর করলেন।
বৈঠকে রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে বলেন, আপনি শপথ নেওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে আমাদের। তবে সরাসরি বৈঠকের বিকল্প হতে পারে না ফোনালাপ বা ভিডিও কনফারেন্স।

এসময় রাইসি বলেন, করোনা মহামারির মধ্যেও রাশিয়া-ইরানের মধ্যে বাণিজ্য ৬ শতাংশ বেড়েছে। নানা প্রকল্পে পারস্পারিক সহযোগিতা রয়েছে।

তিনি আরও বলেন, ৪০ বছরের বেশি সময় ধরে ইরান মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার হয় সে চেষ্টা অব্যাহত আছে। তবে নিষেধাজ্ঞা ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *