ঝিকরগাছায় মোবাইল কোর্টে জরিমানা

Share Now..

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছায় কোভিড-১৯ ও ওমিক্রন প্রতিরোধে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় পৌর সদরের বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান। তিনি মোবাইল কোর্টের মাধ্যমে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩টি মামলা দায়ের করেন এবং নয়শত টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করা হয়। খাবার হোটেল-রেস্তোরায় বসে খাওয়ার জন্য কোভিড টিকা সনদ বাধ্যতামূলক বিষয়টি হোটেল-রেস্তোরা মালিক ও ভোক্তাদেরকে অবহিত ও সতর্ক করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নাজির) ও মোবাইল কোর্ট পেশকার মোঃ সাখাওয়াত হোসেন, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *