পাকিস্তানে সন্ত্রাসীদের হামলায় ১০ সেনা নিহত
Share Now..
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১০ জন সেনা নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা শিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে সেনাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। ঘটনাটি ঘটেছে বেলুচিস্তান প্রদেশের কেচ জেলার এক তল্লাশি চৌকিতে।
বিবৃতিতে আইএসপিআর জানায়, ২৫-২৬ জানুয়ারি ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের সময় একজন সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় নিহত হন ১০ জন সৈন্য।
ঘটনার পর তল্লাশি অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। এখনো অভিযান অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী।