ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ফাঁসির আদেশ প্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share Now..

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে একজন ফাঁসির আদেশ প্রাপ্ত আসামী ও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, যশোর জেলার পুলিশ সুপার বিপিএম(বার), পিপিএম প্রলয় কুমার জোয়ারদারের সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত’র দিক-নির্দেশনায় থানায় কর্মরত এএসআই মোঃ সহিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে ফাঁসির আদেশ প্রাপ্ত পলাতক আসামী উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আয়াতুল্লাহ খমিন’র স্ত্রী মোছাঃ বিলকিস বেগম বহুদিন যাবৎ তার পিতার বাড়ি শার্শা উপজেলার তাউতাড়া গ্রাম থেকে সোমবার রাতে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা নং ০৮, তাং ১৪/১০/২০০৯, বিজ্ঞ আদালতের জিআর মামলা নং ১৪৪/২০০৯, দায়রা মামলা নং ৩১৬/২০১০।
এছাড়াও থানার বাঁকড়া পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত এসআই (নিঃ) কাজী মোঃ সাহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিত্তে বাঁকড়া টু পারবাজার ব্রীজের পশ্চিম পার্শ্বে অগ্রণী ব্যাংক লিমিটেড বাঁকড়া বাজার এজেন্ট ব্যাংকিং শাখার সামনে পাঁকা রাস্তার উপর হইতে মঙ্গলবার রাত্র ১২টার সময় ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাজিরবাগ গ্রামের তাইজেল হোসেনের ছেলে রমজান আলী ওরফে বাপ্পী (২৩) কে গ্রেফতার করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়। তার বিরুদ্ধে থানার মামলা নং-০১, তাং-০১/০২/২০২২। মঙ্গলবার দুপুরে ফাঁসির আদেশ প্রাপ্ত আসামী মোছাঃ বিলকিস বেগম ও মাদক ব্যবসায়ী রমজান আলী ওরফে বাপ্পীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *