কাশ্মিরের সেরা জেলা পুলওয়ামা

Share Now..

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পুলওয়ামাকে সেরা জেলা হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুড গভার্নেন্স ইন্ডেক্সের (ডিজিজিআই) হিসেব অনুযায়ী পুলওয়ামা এই তকমা পেল।

কাশ্মিরেরে এক কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেলাগুলোর কার্যক্রম মান পর্যালোচনাকারী ডিজিজিআই-এর সূচনা করেছেন। সে হিসেবে কাশ্মিরের সেরা জেলার স্থানটি পেয়েছে পুলওয়ামা।
ভারতের রাজ্যগুলোড় মধ্যে কাশ্মিরই প্রথম যেখানে এই ডিজিজিআই চালু করা হয়েছে। রাজ্যের ২০টি জেলায় সরকারি কার্যক্রম ও জনসাধারণের জীবনমান পর্যালোচনা করবে ডিজিজিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *