ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা
তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে বিপিএল অষ্টম আসরের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। অন্যদিকে, সব জল্পনা দূর করে ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
এর আগে দুইবার বিপিএলের শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে টুর্নামেন্টের অন্যতম সফল এই দলটি। অন্যদিকে, প্রথমবারের মতো শিরোপা জিততে চায় ফরচুন বরিশাল। ফাইনালেও তারা এ নিয়ে তৃতীয়বার। যদিও আগের দুইবার ভিন্ন দুই ফ্রাঞ্জাইজি ছিল, বরিশাল বার্নাস ও বরিশাল বুলস।
কুমিল্লা একাদশ: লিটন দাস (উইকেটকিপার), সুনীল নারাইন, ইমরুল কায়েস, ফাফ ডু প্লেসিস, মাহমুদুল হাসান জয়, মঈন আলি, আরিফুল হক, আবু হায়দার রনি, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বরিশাল একাদশ: মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), সৈকত আলি, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা ও শফিকুল ইসলাম।