৭১ এর গণহত্যা নিয়ে লেমকিন ইনিস্টিটিউটের বিবৃতিকে পাকিস্তানের অসম্মান

Share Now..

মার্কিন যুক্তরাষ্ট্রের গণহত্যা বিষয়ক লেমকিন ইনিস্টিটিউট ফর জেনোসাইড প্রেভেনসন (এলআইজিপি) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের গণহত্যা নিয়ে নিন্দা জানিয়েছে। এই গণহত্যাকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে গত ডিসেম্বরের ১ তারিখ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে এক বিবৃতি প্রকাশ করে এলআইজিপি। এতে যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা তুলে ধরা হয়। এমনকি ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের বিষয়টি উল্লেখিত হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ সরকার কর্তৃক যুদ্ধাপরাধীদের বিচারের প্রশংসা করা হয়। লেমকিন ইনিস্টিটিউট এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে। একইসঙ্গে সত্য ও সঠিক বিচারকার্য পরিচালনায় পাকিস্তানি সরকারকেও আহ্বান জানিয়েছে তারা।

লেমকিন ইনিস্টিটিউটের এই বিবৃতি প্রকাশের পরেই ইসলামাবাদ বিরুদ্ধ আচরণ করছে। বিবৃতি মুছে দেওয়ার চেষ্টাও অব্যাহত রেখেছে তারা বলে অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *