যে কারণে ব্রাজিলের ফুটবল নিয়ে কষ্টে আছেন নেইমার
বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল ব্রাজিল। জিতেছে সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ শিরোপা। যুগে যুগে এই দেশটি থেকে বিশ্ব পেয়েছে ইতিহাস সেরা বড় বড় তারকা। তাদের মধ্যে একজন বর্তমানে দলটিতে খেলা নেইমার। এরই মধ্যে হলুদ জার্সিতে ১১ বছর প্রতিনিধিত্ব করে ফেলেছেন। হয়েছেন আন্তর্জাতিক ফুটবলে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার। ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আছেন কিংবদন্তী পেলেকেও।
নেইমারের কাছে ব্রাজিলের জার্সি গায়ে খেলাটা অনেক বড় সম্মানের। তিনি এটা নিয়ে সবসময় গর্বও করেন। কিন্তু বর্তমানে ব্রাজিলের ফুটবল নিয়ে এই তারকা কিছুটা কষ্টেও আছেন। কারণ, তার মতে, নতুন প্রজন্মের কাছে না কি ব্রাজিলের ফুটবল নিয়ে অতটা আগ্রহ নেই।
সম্প্রতি ‘ফেনেমেনোস’ পডকাস্টে বিষয়টি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন পিএসজি তারকা। নেইমার বলেন, ‘এখন ব্রাজিল ফুটবল দল (সেলেকাও) আর সমর্থকদের মধ্যে দূরত্ব অনেক। এটা দুঃখজনক যে, ব্রাজিল জাতীয় দল নিয়ে নতুন প্রজন্মের মধ্যে তেমন কোনো আগ্রহ নেই।’
ব্রাজিলে ফুটবলকে ধর্মের মতো মনে করা হয়। দেশটির প্রতিটি কর্ণারে ছড়িয়ে-ছিটিয়ে আছে ফুটবল। কিন্তু সেই আবেগ মানুষের মাঝে এখন আর খুঁজে পান না নেইমার। এটা নিয়েই ভেবে অস্থির ব্রাজিলের নাম্বার টেন। তিনি বলেন, ‘আমি জানি না, এমনটা কীভাবে হলো। আমাদের খেলা নিয়ে এখন খুব কম মানুষই কথা বলে। ব্রাজিলের খেলা নতুন প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ নয়, এটা মেনে নেওয়া খুব কষ্টের।’