আফগান দূর্গে সাকিবের আঘাতের পরও স্বস্তিতে নেই বাংলাদেশ

Share Now..

আফগানিস্তান যেন আজ প্রতিজ্ঞা করেই নেমেছে তারা বাংলাদেশকে কোনো সুযোগ দেবে না। এই ম্যাচ জিতে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে চারে উঠতেই হবে। প্রথমে বল হাতে টাইগারদের অলআউট করার পর এবার ব্যাট হাতে ভালোই জবাব দিচ্ছে আফগানরা।

১৯৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের দেখেশুনে খেলতে থাকেন দলটির দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও রিয়াজ হাসান। তাদের দুজনের জুটি থেকে এসেছে ৭৯ রান। ১৬তম ওভার করতে এসে তৃতীয় বলে আফগান দূর্গে প্রথম আঘাতটি হেনেছেন সাকিব আল হাসান। সেটাও রিয়াজ হাসান নিজ ভুলে আউট হয়েছেন।

সাকিবের করা ওই বলটি ব্যাটে লাগাতে পারেননি রিয়াজ। সেটি সরাসরি উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে চলে যায়। তিনি সেটি সঙ্গে সঙ্গে স্ট্যাম্পে লাগান। পা যে একটু বাইরে আছে তা বুঝতে পারেননি আফগান ওপেনার।

শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৪ রান। ৫২ রানে ব্যাট করছেন রহমানউল্লাহ গুরবাজ। অপরপ্রান্তে, ৬ রানে অপরাজিত আছেন রহমত শাহ। ম্যাচ জিততে তাদের আরও ৯৯ রান দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *