ঝিনাইদহে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
দেশের বিভিন্ন স্থানে কর্মরত অবস্থায় নিহত ঝিনাইদহের পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় পুলিশ লাইনে একটি শোক র‌্যালি বের করে। র‌্যালি শেষে নিহত পুলিশ সদস্যর স্বরণে নির্মিত স্মৃতিফলকে পুস্পস্থাবক অর্পন করেন পুলিশ সুপার মুসতাসিরুল ইসলামসহ অন্যান্যরা। পরে মেমোরিয়াল ডে উপলক্ষে জেলা পুলিশের উদ্যেগে স্বরণ সভা অনুষ্ঠিত হয়। স্বরণ সভায় পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার’র পুলিশ সুপার শাহরিয়ার আলী, সিআইডি’র সহকারী পুলিশ সুপার শরাফত উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)আবুল বাশারসহ নিহতের স্বজনরা বক্তব্য রাখেন। শেষে দেশের বিভিন্ন স্থানে কর্মরত থাকা অবস্থায় নিহত ১৭ জন পুলিশ সদস্যদের স্বজনদের হাতে জেলা পুলিশ সম্মাননা তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *