ফেসবুকে তেল নিয়ে পোস্ট দেওয়ায় সেচ্ছাসেবীকে পিটিয়ে জখম
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
তেলের মুল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ঝিনাইদহ শহরের পরিচিতি মুখ
মানবতার ফেরওয়ালা বøাড ব্যাংকের প্রতিষ্ঠাতা তারেক মাহমুদ জয় (৩৫) কে দুর্বৃত্তরা
পিটিয়ে জখম করেছে। রোববার সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ লাশকাটা ঘরের মধে
ডেকে নিয়ে তাকে পিটিয়ে জখম করে। তার দুই চোখ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ
হয়েছে। তারেক মাহমুদ জয় ঝিনাইদহ পৌরসভা এলাকার শিকারপুর জোয়ারদার পাড়ার
আব্দুল লতিফের ছেলে। জয় জানান, শনিবার রাতে তিনি চোখে ব্যান্ডেজ বেধে হাতে
তেলের বোতল নিয়ে প্রতিকী একটি ছবি পোস্ট করেন। ছবিটি মুহুর্তের মধ্যে
নেটিজেনদের নজর কাড়ে। অনেকেই এই ছবি দেখে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র
বলে মন্তব্য করেন। প্রতিপক্ষরা ওই ছবি ব্যবহার করে প্রচ্ছন্ন ভাবে হুমকী মুলক পাল্টা
পোষ্টও দেন। মা খাদিজা বেগম জানান, তার ছেলে জেলার একজন অন্যতম সেচ্ছাসেবক।
রাতদিন তিনি মানুষের কল্যানে কাজ করেন। অথচ ফেসবুকে তেল নিয়ে পোস্ট দেওয়ায়
হামদহ এলাকার চিহ্নত সন্ত্রাসীরা তাকে পিটিয়ে জখম করলো। স্ত্রী সোনিয়া খাতুন
তার স্বামীর উপর হামলাকারীদের বিচার দাবী করেন। তবে এ বিষয়ে পুলিশ জানায় তারা
এখনো কোন অভিযোগ পায়নি।