পশ্চিমাদের উদ্দেশ্যে ইমরান খান: আমরা কী আপনাদের দাস?

Share Now..

ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা করার জন্য গত সপ্তাহে পাকিস্তানকে অনুরোধ করেছিলেন ইসলামাবাদ-ভিত্তিক পশ্চিমা রাষ্ট্রদূতরা। এবার তাদের একহাত নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, আপনারা কি পাকিস্তানকে দাস মনে করেন?

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সেটিকে সমর্থন করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সহ ২২টি কূটনৈতিক মিশনের প্রধানরা। এ নিয়ে গত ১ মার্চ একটি যৌথ চিঠি প্রকাশ করে তারা

গতকাল রবিবার (৬ মার্চ) এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইমরান খান বলেন, ‘আপনারা আমাদের সম্পর্কে কী মনে করেন? আমরা কি আপনাদের দাস… আপনারা যা বলবেন আমরা তাই করবো?’

তিনি আরও বলেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জিজ্ঞাসা করতে চাই; আপনারা কী ভারতকে এমন একটি চিঠি লিখেছেন? পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বীও সমর্থন দেওয়া থেকে বিরত ছিল।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, তারা আফগানিস্তানে পশ্চিমা ন্যাটো জোটকে সমর্থন করেছিল। কিন্তু কৃতজ্ঞতার পরিবর্তে ইসলামাবাদকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।’

নিজেদের রাশিয়ার বন্ধু দাবি করে ইমরান খান বলেন, ‘আমরা আমেরিকারও বন্ধু; আমরা চীন এবং ইউরোপেরও বন্ধু; আমরা কোনো দলে নই। পাকিস্তান নিরপেক্ষ থাকবে এবং যারা যুদ্ধ শেষ করার চেষ্টা করছে তাদের সঙ্গে কাজ করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *