যশোর শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক মাগুরায় উদ্ধার

Share Now..

এস আর নিরব যশোরঃ

যশোর শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা জেলার শালিখা থানা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ এজাজ।
মোহাম্মদ এজাজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা শালিখায় অভিযান চালান। ওই নারীর অবস্থান শনাক্ত করে ঘটনাস্থলে হাজির হলে নারী শিশুটিকে ফেলে পালিয়ে যায়। যে কারণে তাকে আটক করা যায় নি।
পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে জানিয়ে মোহাম্মদ এজাজা জানান, শিশুটিকে চুরির সাথে জড়িত নারীকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।জাতীয় মহিলা সংস্হার চেয়ারম্যান দীপ্তি রহমানের সাথে সাক্ষাৎ করেন দৈনিক নবচিত্র পত্রিকার ক্রাইম রিপোর্টার ও মাইটিভির জেলা প্রতিনিধি মিঠুমালিথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *