হেরেও চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টারে লিভারপুল
প্রথম লেগে জয় পাওয়ার সুবিধা কী, সেটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে লিভারপুল। তাইতো ফিরতি লেগে হারার পরও কোয়ার্টার ফাইনালে উঠতে কোনো সমস্যা হয়নি ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। মঙ্গলবার (৮ মার্চ) বাংলাদেশ সময় মধ্যরাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে ঘরের মাঠে ফিরতি লিগে ইন্টার মিলানের বিপক্ষে ১-০ গোলে হেরেছে লিভারপুল।
অবশ্য এই পরাজয়ে তাদের কোনো ক্ষতি হয়নি। প্রথম লেগে ইন্টারের মাঠে ২-০ গোলে জয় পেয়েছিল তারা। সেই সুবাদে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়নস লিগের শেষ আট বা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি।
এদিন, অ্যানফিল্ডে গোল করার বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন সালাহ-মানেরা। কিন্তু তাদের সব আক্রমণই ব্যর্থ হয়েছে ইন্টারের দাঁত কামড়ানো দৃঢ়তার কাছে। ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে জয়সূচক গোলটি পেয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ।