জামালদের আক্রমণে বড় বাধা গোলকিপার গুরপ্রীত

Share Now..

কাতারের বিপক্ষে সুনীল ছেত্রীরা যতটা না খেলেছেন তার চেয়ে বেশি আস্থার প্রতিদান দিয়েছেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। এই গোলকিপার শক্তিশালী দলের বিপক্ষে কখনোই ভেঙে পড়েন না। মচকেও যান না। তার বুকে দারুণ সাহস। সুনীলরা যখনই আক্রমণভাগে ব্যর্থ হন তখনই প্রতিপক্ষের সামনে দেওয়াল হয়ে দাঁড়ান গোলকিপার গুরপ্রীত সিং।

দোহায় কাতারের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল ভারত। আর রক্ষণে এক ফুটবলার লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন। এই পরিস্থিতিতে কাতারকে আর গোল করতে না দেওয়ার কাজটা দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন গোলকিপার। ধরে নেওয়া হচ্ছে এই গোলকিপারের বিপক্ষে বাংলাদেশের আক্রমণভাগের লড়াই হবে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের আক্রমণ ভাগে সেই শক্তি আছে কি না।
কোচ জেমি ডে এবং সহকারী কোচ স্টুয়ার্টকিস দুই তিন ধরে এটা নিয়েই ভাবছেন। আফগানিস্তানের বিপক্ষে ডিফেন্ডার তপু বর্মন গোল করেছেন। এই সুযোগ কি ভারত দেবে? কখনোই না। বাংলাদেশের ম্যাচ ভিডিও দেখেছে ভারত। কে কখনো ওপরে গিয়ে নিজেকে নিংড়ে দেওয়ার ক্ষমতা রাখেন তা ছক করে রাখতে ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ মাথা ঘামিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *