যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু
যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ট্রাকের সাথে আলমসাধুর ধাক্কায় আছর উদ্দিন (৩৫) নামে আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাকুড়িয়া গ্রামের বাসিন্দা।
১৫ মার্চ রাত ৯টার দিকে শহরের ডিভাইন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছর উদ্দিন নিজের আলমসাধু চালিয়ে যশোর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের ডিভাইন সেন্টারের সামনে পৌঁছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে আলমসাধু চালক বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতাল স্থানান্তর করেন। সলুয়া বাজারে পৌঁছালে রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়। পুলিশি ও তার আত্মীয়স্বজন মৃতদেহ যশোর হাসপাতাল বা চৌগাছা থানায় না নিয়ে গ্রামের বাড়ি নিয়ে যান।