দেশ ছেড়েছে ৩০ লাখের বেশি ইউক্রেনীয়: জাতিসংঘ
রুশ হামলার কারনে ইউক্রেনের ৩০ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসাবে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের মধ্যে ৩০ লাখ ৩৮১ শরণার্থী ইউক্রেন ছেড়েছে। শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের কার্যালয় এ কথা জানানো হয়।
জাতিসংঘের মতে, পোল্যান্ডে আশ্রয় নিয়েছে ১৮ লাখ ৩০ হাজার ৭১১ শরণার্থী। রোমানিয়ায় আশ্রয় নিয়েছে চার লাখ ৫৯ হাজার ৪৮৫, মলদোভায় তিন লাখ ৩৭ হাজার ৩১৫ এবং হাঙ্গেরিতে দুই লাখ ৬৭ হাজার ৫৭০ জন।
এদিকে, চলমান আগ্রাসনে একে একে ইউক্রেনের সীমান্তবর্তী শহরগুলো দখল করছে রুশ বাহিনী। দেশটির বিভিন্ন শহরে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। কোথাও কোথাও আচমকা হামলা করছে রুশ বাহিনী।
কিয়েভ শহরের বাইরেই ইরপিন ও গুতা-মেজিহির্কসা এলাকায় হামলা করেছে রুশ বাহিনী। সোমবার (১৪ মার্চ) ও মঙ্গলবার (১৫ মার্চ) এসব হামলা হয়েছে। এছাড়া হামলার কারণে শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুনের ঘটনাও ঘটেছে। এতে মারা গেছেন ২ জন। তবে, গত ২৪ ঘণ্টায় কিয়েভে কোনো বড় ঘটনা ঘটেনি।
মারিওপল ইউক্রেনের দক্ষিণাঞ্চলের এই শহরটিতে ক্রমাগত হামলা করছে রুশ বাহিনী। মূলত শহরের পূর্ব ও পশ্চিম প্রান্ত দিয়ে হামলা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
খারকিভ উত্তর-পূর্বাঞ্চলের এই শহরটি ঘেরাও করার চেষ্টা করছে রুশ বাহিনী। কিন্তু তাদের অস্ত্রের মজুদ শেষ হওয়ার পথে বলে দাবি করছে বিবিসি।
আবার মঙ্গলবার (১৫ মার্চ) রাশিয়া দাবি করে, এই শহরটি তাদের দখলে। পরে তাদের এই দাবি মিথ্যা বলে জানায় ইউক্রেন। শহরটির পাশে থাকা দুই গুরুত্বপূর্ণ শহর জাপোরিঝিয়া ও মাইকোলাইভে এখনো কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেনি রুশ বাহিনী।
এছাড়াও ইউক্রেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই বন্দর নগরীতে এখনো কোনো অভিযান পরিচালনা করতে পারেনি মস্কো। কারণ শহরটিতে কোনো সেনা মোতায়েন করা হয়নি।