শৈলকুপায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
শৈলকুপা প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহের শৈলকুপায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন,বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ, থানা পুলিশ,শৈলকুপা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে আলোচনানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান শিকদার শেফালি বেগম, বিশেষ অতিথি ছিলেন জাহিদুন্নবি কালু। পরে এক মনোজ্ঞ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিবৃন্দ উপজেলা চত্বরে আয়োজিত সুবর্ণজয়ন্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,কেক কাটা ও দোওয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলার সকল ইউনিয়নের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন রয়েছে।