যশোরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন র্যাব-৬ সদস্যরা
Share Now..
যশোর জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম শিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। যশোর ক্যাম্পের ইনচার্জ লেঃ কমান্ডার এম নাজিউর রহমানের নেতৃত্বে শুক্রবার তারা দিনব্যাপী এ কর্মসূচী পালন করে। কর্মসূচীর অংশ হিসেবে শহরের নীলগঞ্জ তালীমুল কোরআন মাদ্রাসার শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়াও দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকা ঘুরে দুস্থ্যদের হাতে খাবার তুলে দেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।