ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

Share Now..

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পশ্চিম ইউক্রেনের ভূ-গর্ভস্ত একটি অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে। এমন দাবি করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইগর কোনাশেনকভ জানান, ভূ-গর্ভস্ত ওই অস্ত্রভাণ্ডারে ক্ষেপণাস্ত্র ছিলো। এছাড়া সেখান থেকে ইউক্রেনের সেনাদের অস্ত্র সরবরাহ করা হচ্ছিল।

বিবিসি জানায়, এর আগে রাশিয়া কখনো হামলার জন্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেনি।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হলো এক ধরণের কাটিং এজ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র যা বাতাসের তুলনায় ৫ গুণ দ্রুত ছুটে চলে। রুশ বাহিনীর এই অস্ত্র ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *