রাশিয়ার ভুল কোথায়
রাশিয়ার সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ ও শক্তিশালী। যা ইউক্রেন অভিযানে নামের মর্যাদা ধরে রাখতে ব্যর্থ হয়েছ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।
অনেক সামরিক বিশ্লেষকের মতে, ইউক্রেনে রুশ সেনাদের কার্যক্রম নিয়ে এখন পর্যন্ত পশ্চিমারা বিস্মিত। অনেকে এই ঘটনাকে হতাশাজনক আখ্যা দিয়েছেন। তাদের মতে, ইউক্রেনে রুশ সেনাদের আগ্রাসন অনেকাংশে থেমে গেছে। এতে একটি প্রশ্ন সামনে আসে যা হচ্ছে, রুশ সেনারা যে ক্ষতির সম্মুখীন হয়েছে তার থেকে পুনরুদ্ধার হতে পারবে কিনা।
ন্যাটোর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে জানান, রাশিয়ানরা স্পষ্টতই তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। সম্ভবত আর পারবে না।
বিবিসির প্রতিরক্ষা বিষয়ক সংবাদদাতা জোনাথন বিলে জানান, আমার সঙ্গে বেশকিছু পশ্চিমা সামরিক কর্মকর্তা ও গোয়েন্দাদের কথা হয়েছে। আমাদের আলোচ্য বিষয় ছিলো রাশিয়ার ভুল নিয়ে।
তিনি বলেন, ক্রেমলিনের প্রথম ভুল হলো- ইউক্রেন সেনাদের প্রতিরোধ শক্তিকে ছোট করে দেখা।