চীনে ১৩৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
Share Now..
দক্ষিণ চীনের কুনমিং শহর থেকে গুয়াংজু যাওয়ার সময় ১৩৩ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার (২১ মার্চ) এ ঘটনা ঘটে। বিমানটি চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের (৬০০১১৫.এসএস)। খবর প্রকাশ করেছে বিবিসি, আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় জড়িত বিমানটি একটি বোয়িং ৭৩৭। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে।
ফ্লাইটট্রেডার২৪ এর মতে, ৭৩৭-৮০০ বিমানটির বয়স মাত্র ৬ বছর। এটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।