সেমিফাইনালের আগে রোনালদোর আবেগঘন বার্তা

Share Now..

ইউরোপীয় অঞ্চল থেকে কাতার বিশ্বকাপে খেলার স্বপ্নছেঁয়াার লক্ষ্যে বাঁচামরার ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও তুরস্ক। তুরস্কের বিপক্ষে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিলেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। সতীর্থদের উদ্দেশ্যে তিনি বললেন, কোনো কিছুই অসম্ভব নয়।

আস্থা রাখতে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে রোনালদো বলেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমাদের বেছে নেওয়া দলটার ওপর বিশ্বাস রাখুন। আমরা আপনাদের সমর্থনের সমতুল্য প্রতিদান দেওয়ার জন্য সব কিছু করব। চলো পর্তুগাল!’

প্রয়োজনের মুহূর্তে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার আহ্বান জানিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেন, পর্তুগালের নাম উঁচুতে তোলো, পর্তুগিজদের সবার জন্য আনন্দ ও গর্ব নিয়ে আসো, আমাদের তরুণদের দেখাও যে কোনো কিছুই অসম্ভব নয়!’

সাবেক ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে অতিথি হিসেবে তুর্কিরা আজ রাত পৌনে ২টায় মাঠে নামবে। এ ম্যাচে পর্তুগিজ সুপারস্টার ও ম্যাচচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মূল একাদশেই থাকছেন। বিশ্বকাপ বাছাইপর্বে সদ্য প্রবর্তিত প্লে-অফ সেমিফাইনালের ম্যাচ এটি। এতে বিজয়ীরা ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালি ও উত্তর মেসিডোনিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ীদের সাথে ফাইনাল খেলবে। ইউরোপ অঞ্চল থেকে ইতালি বনাম উত্তর মেসিডোনিয়া ছাড়াও আজ রাতে সেমির আরো দু’টি ম্যাচ মাঠে গড়াবে। এতে মুখোমুখি হবে ওয়ালস ও অস্ট্রিয়া এবং সুইডেন ও চেক রিপাবলিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *