ঝিকরগাছায় ১৪ বোতল বিদেশী মদ, প্রাইভেটকার ও তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ১৪ বোতল বিদেশী মদ, মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি সাদা রংয়ের প্রাইভেটকার, মাদক বিক্রয়ে ব্যবহৃত ০৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোনসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ মাসুদ রানা (২৩), ভবেরবেড় গ্রামের মোঃ মফিজুর শেখের ছেলে মোঃ সবুজ শেখ (২৮) ও সাদিপুর গ্রামের সাদেক আলীর ছেলে মোঃ রাব্বি (১৮)।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে থানা পুলিশের এসআই(নিঃ) সৈয়দ মোঃ আবু সুফিয়ান, এএস.আই (নিঃ) মোঃ ইকরামুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন শনিবার দুপুর অনুমান দেড়টার দিকে পারবাজার থানার মোড়ের যশোর-বেনাপোল গামী হাইওয়ে রাস্তার উপর হইতে ১৪ বোতল বিদেশী বিভিন্ন ধরনের মদ ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি সাদা রংয়ের প্রাইভেটকার এবং মাদক বিক্রয়ে ব্যবহৃত ০৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২৪(খ)/৩৮ ধারায় মামলা হয়েছে। মামলা নং-১৬, তাং-২৬/০৩/২০২২। আসামীদ্বয়কে আগামীকাল (রবিবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Gaming is the ultimate escape Who else agrees Lucky Cola