দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কোটচাঁদপুরে মানববন্ধন

Share Now..

কোটচাঁদপুর প্রতিনিধি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ কোটচাঁদপুর শাখা। বুধবার বিকালে স্থানীয় বাজারের পায়রা চত্বরে এ মানববন্ধন করেন সংগঠনটি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন,কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ কোটচাঁদপুর শাখার সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা মকবুল হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, মিতালীর সভাপতি সুব্রত ব্যানাজী,কবি মিতুল সাইফ,জাসদ নেতা শামীম হোসেন বাবু। বাজার চত্বরে বিকাল ৫ টায় মানববন্ধন শুরু হয়। যা চলে ঘন্টাব্যাপী। এ সময় মানববন্ধনে স্থানীয় জনসাধারণ সহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করেন। বক্তারা বলেন,সরকার দরিদ্র মানুষের কথা ভেবে ১ কোটি মানুষকে টিসিবি পণ্য দিচ্ছে। দিচ্ছে ৩০ টাকা কেজি দরে চাল,আঠা দিচ্ছে ১৮ টাকা।এরপর ও বাজারে এ সব পণ্য সহ বিভিন্ন পন্যের দাম বেড়েই চলেছে। কারন একটা অসাধু ব্যবসায়ী।যারা ব্যবসা নিয়ন্ত্রণ করে থাকেন।তাদের কাছে আমরা সবাই জিম্মি। এ কারনে বক্তারা বাজার মনিটরিং বাড়াতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *