কালীগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
স্টাফ রিপোটারঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী ও সন্তান আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার শিশেরকুড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে আজিম হোসেন (৩৫), তার স্ত্রী মমতা খাতুন (২৪) ও তাদের একটি ৪ বছরের কন্যা সন্তান।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেলে কালীগঞ্জ শহর থেকে স্ত্রী ও সন্তান নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি শিশেরকুড়ি ফিরছিল আজিম হোসেন। পথিমধ্যে কাশিপুর নামক স্থানে পৌঁছালে কালীগঞ্জগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। বাসের নিচ থেকে আজিম হোসেন ও তার স্ত্রীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাজহারুল আনোয়ার জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে যশোরে রেফার্ড করা হয়েছে। তাদের মাথায় আঘাত লেগেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মতলেবুর রহমান জানান, এ ঘটনায় বাসের চালক পলাতক রয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা হয়েছে।