এবার অর্থমন্ত্রীকে বহিষ্কার করলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি
স্বাধীনতার পর শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চলছে। শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে ও তার ভাইকে পদ থেকে বহিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট। গতকাল (৩ এপ্রিল) রাজাপাকসে পরিবারের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল ও পরিবারের সন্তান ক্রীড়ামন্ত্রী নামাল পদত্যাগ করেন।তারপরপরই এই ঘটনা ঘটলো।
ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কাকে বর্তমান বৈদেশিক মুদ্রা সংকট মোকাবেলায় সহায়তা করার জন্য বাসিল ভারতীয় অর্থনৈতিক ত্রাণ প্যাকেজ নিয়ে আলোচনা করেছিলেন।
এদিকে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে এবার পদত্যাগ করলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্যাবরাল এক টুইট বার্তায় জানান, পদত্যাগ পত্র এরই মধ্যে প্রেসিডেন্ট রাজাপাকসের কাছে জমা দেওয়া হয়েছে। তবে প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন কি না সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।