হরিণাকুণ্ডুতে রমজানে ভোগ্য জরুরী দ্রব্যমূল্যের বাজার মনিটরিং

Share Now..

হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভাধীন হাটবাজারে পবিত্র রমজান মাসে অতি প্রয়জনীয় ভোগ্য সামগ্রীর বাজার মূল্য উর্ধগতি রোধে বাজার মনিটরিং এ মাঠে নেমেছেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার(ভূমি) সেলিম আহমেদ।
এসময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রির অপরাধে এক তরমুজ বিক্রেতাকে এক (১) হাজার টাকা এবং একই সময়ে এক মুদি দোকানিকে পাঁচশত(৫০০/-) টাকা জরিমানা করেছেন।
সোমবার বিকালে তিনি এ অভিজান পরিচালোনা করেন।
এ ঘটনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ সাংবাদিকদের জানান, রমজানে জরুরী ভোগ্য তরমুজ,খেজুর,শশা,খিরা, কাচাঝাল সহ বিভিন্ন সামগ্রীর বাজার মূল্য উর্ধগতির অভিযোগে বাজার মনিটরিং সহ ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করলাম।রোজার মাসে নিয়ন্ত্রীত বাজার সেবা পরিবেশনে অভিজান আব্যাহত থাকবে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির সুূদীপ অধিকারী, অফিস সহায়ক সাব্বির আহমেদ।
এসমশ হরিণাকুণ্ডু থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *