ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার পাল্টা ব্যবস্থা

Share Now..

ইউক্রেনে অভিযানের কারণে রাশিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। এর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ‘কিছু অবন্ধুসুলভ রাষ্ট্রের’ ভিসা ব্যবস্থার এক ডিক্রি সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ডিক্রি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কয়েকটি রাষ্ট্র ও কিছুসংখ্যক বিদেশি নাগরিকের অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিক্রিয়ায়, জরুরি ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে, ইইউ, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং লিখটেনস্টাইনের সঙ্গে ভিসা-সুবিধা চুক্তির কয়েকটি ধারা স্থগিত করেছে রাশিয়া। এসব দেশ ইউক্রেনে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *