রমজানে কোটচাঁদপুরে ডাবের দাম আকাশ ছোঁয়া

Share Now..

কোটচাঁদপুর সংবাদদাতা

চলছে চৈত্রের খরতাপ প্রচন্ড তাপদাহ এরমধ্যেই সিয়াম সাধনার মাস মাহে রমজান। বাড়ছে পিপাসা। স্বাস্থ্য সচেতন মানুষের চাই ডাব ইফতারের সময় ডাবের পানিতে জুড়িয়ে যায় প্রাণ। কিন্তু গ্রাম বাংলার অতি সহজলভ্য এ ডাবের মূল্য এখন আকাশ ছোঁয়া৷ ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলায় এক একটি ডাব বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা দরে। ডাবের দাম বাড়ায় মানুষের মাঝে ক্ষোভ থাকলেও কিছু বলার নেই, ফলে স্বাদ থাকলেও অনেকেই পান করতে পারছেনা ডাবের পানি।জানা গেছে জেলাজুড়ে ডাবের আবাদ হয়। গ্রামে গ্রামে ঘুরে মাত্র ৩০-৩৫ টাকায় কেনা ডাব খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকায়৷ রমজান ও গ্রীষ্মের তীব্র গরমে চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। রমজানে প্রতিদিনের ইফতারে অনেকেই ডাবের পানি রাখায় বেড়েছে চাহিদা।তাই নির্বিঘ্নেনেই মানুষকে জিম্মি করে পকেটে ভারি করছে অসাধু ব্যবসায়ীরা। ডাব ব্যবসায়ী মইদুল বলেন, প্রচুর চাহিদা থাকায় এমনটা হচ্ছে। পৌর শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, প্রতি পিস ডাবের দাম ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।এরমধ্যে ছোট সাইজ ৭০ মাঝারি সাইজ ৮০ আর বড় ৯০-১০০ টাকা। গড়ে তুলছেন শক্তিশালী সিন্ডিকেট, এখনই এই সিন্ডিকেট ভেঙ্গে না দিলে আগামীর দিনের জন্য ভয়ংকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *