নানা মাধ্যমে সরব অপু বিশ্বাস

Share Now..

সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিয়মিতই স্টেজশো মাতাতে দেখা যাচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। সিনেমার পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার নতুন আরও একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন এই নায়িকা।

সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় শুভেচ্ছাদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তিনি। অপু বিশ্বাস বলেন, ‘অভিনয় আমার মূল পেশা। তবে অভিনয়ের পাশাপাশি স্টেজশো, শুভেচ্ছাদূত হওয়াসহ নানা কাজেই যুক্ত থাকার চেষ্টা আমার শুরু থেকেই রয়েছে। ডায়মন্ড হাউজের পণ্য দেখার পর আমি তাদের ডিজাইনের ভক্ত হয়ে গেছি। এবার তাদের শুভেচ্ছাদূত হিসেবে যাত্রা শুরু করলাম।’

এছাড়া অনুষ্ঠানে অপু বিশ্বাস দেশবাসীকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, সামনেই আমাদের বাংলা নববর্ষ বরণের দিন। বাংলা নববর্ষ আমাদের একটি সার্বজনীন বাঙালি উৎসব। প্রতিবছরই আমরা ঘটা করে বাংলা নববর্ষকে বরণ করি। করোনার কারণে গত দুই বছর এই উৎসবটি পালন করতে পারিনি। এ বছর রমজান উপলক্ষে বাংলা নববর্ষ আমরা হৈ-হুল্লোড়ের মধ্যে বরণ করতে পারব না। তারপরও বলবো ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ইফতার ও সেহরির মধ্যে যেন বৈশাখের আমেজ থাকে এমনটা আশা করছি।’

উল্লেখ্য, অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন- বাপ্পি চৌধুরী। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’, সোলাইমান লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’, ডায়েল রহমানের ‘ঈসা খাঁ’, কলকাতায় সুবীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ সিনেমাগুলো। পাশাপাশি আরও বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত আছেন অপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *