বিদেশি ঋণ পরিশোধে ব্যর্থতা ব্যাংকিং খাতে চাপ সৃষ্টি করবে: বিক্রমাসিংহে

Share Now..

শ্রীলঙ্কা সরকার বিদেশী ঋণ পরিশোধে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। এর প্রতিক্রিয়ায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, দেশের ব্যাংকিং খাতে আরও চাপ পড়বে।

নববর্ষ উপলক্ষ্যে জনগণের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে বিক্রমাসিংহে বলেন, শ্রীলঙ্কা আগামী সপ্তাহে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করতে অক্ষম হবে। সরকার সব ধরনের বৈদেশিক ঋণ পরিশোধ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশের ব্যাংকিং খাতের ওপর আরও চাপ পড়বে।

তিনি বলেন, নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব এখন ওয়াশিংটন সফর এবং আইএমএফের সাথে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার।

তিনি আরও বলেন, মে মাসের মাঝামাঝি ভারতীয় ঋণের সময়সীমা শেষ হবে। জুন মাসে বৈদেশিক মুদ্রার অভাবে ব্যবসা পরিচালনা করতে অক্ষম হবে ব্যবসায়ীয়া। দেউলিয়া অবস্থার জন্য এই সরকারকেই দায় নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *