ঝিনাইদহে ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা ব্যাংক ও ব্যাবসায় প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনের সময় নিরাপত্তা দাবী

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ীদের সাথে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ফুড সাফারী রেষ্টুরেন্ট মিলনাতায়নে এ সভার আয়োজন করে সদর থানা পুলিশ। এতে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দিন, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় ব্যবসায়ীরা, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলা ও উপজেলা শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পুলিশি টহল বাড়ানোর দাবী জানান। সেই সাথে ব্যাংক ও ব্যাবসায় প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনের সময় পুলিশের সহযোগিতা কামনা করেন। ব্যবসায়ীদের এমন দাবীর প্রেক্ষিতে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ঈদ পুর্ব ও পরবর্তী আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা ও সহযোগীতার আশ^াস প্রদাণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *