শ্রীলঙ্কান শহরে কারফিউ: বিক্ষোভকারী হত্যায় বিদেশীদের উদ্বেগ

Share Now..

শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে বুধবার কারফিউ জারি করেছে পুলিশ। এর একদিন আগে সরকার বিরোধী বিক্ষোভকালে পুলিশের হামলায় একজন বিক্ষোভকারী নিহত হলে আন্তর্জাতিকভাবে এর তীব্র নিন্দা জানানো হয়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেছে বলে যে অভিযোগ উঠেছে সরকার তা খতিয়ে দেখার অঙ্গীকার করেছে।

রাজধানী কলম্বো থেকে ৯৫ কিলোমিটার পূর্বে রামবুকানায় বিক্ষোভকারীরা একটি ডিজেল ট্যাংকারে আগুন ধরিয়ে দিলে পুলিশ গুলি চালায়। এতে প্রাণহানির ঘটনা ঘটে। চলতি মাসে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভকালে এটিই প্রথম প্রাণহানির ঘটনা।

তীব্র অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করছে। দেশটি ১৯৪৮ সালের স্বাধীনতার পর থেকে এতো তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়েনি। বিদ্যুৎ পরিস্থিতি খুবই নাজুক, জ্বালানি ও খাদ্যপণ্যেরও তীব্র সংকট চলছে। একইসঙ্গে রেকর্ড মুদ্রাস্ফীতি অর্থনীতিতে করুন পরিস্থিতি তৈরি করেছে।
এদিকে, বিক্ষোভকারী হত্যার ঘটনায় কলম্বো ভিত্তিক যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডার দূত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সকলপক্ষকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *