যশোরের চৌগাছায় মুক্তিযুদ্ধকালীন সময়ের পরিত্যক্ত মর্টারসেলের অংশ বিশেষ উদ্ধার

Share Now..

এস আর নিরব যশোরঃ
যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পাড়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার মর্টারসেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার( ১৯শে এপ্রিল) বেলা সাড়ে বারটায় চৌগাছা ইউনিয়নের দিঘলসিংহা গ্রামে কপোতাক্ষ নদ খনন করার সময় মর্টারসেলটি দেখতে পায় কর্মরত শ্রমিক ও গ্রামবাসী। এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের মর্টারসেলের অংশ বিশেষ বলে তারা ধারণা করেছে।

পরে চৌগাছা থানায় খবর দিলে এস আই শাহিনুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা এসে মর্টারসেলের অংশ বিশেষ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে এস আই শাহিনুর রহমান জানান, গ্রামবাসী ও স্থানীয় মুরব্বীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী উদ্ধারকৃত মর্টারসেলের অংশ বিশেষ মুক্তিযুদ্ধকালীন সময়ের। এটি কপোতাক্ষ নদেই পড়েছিল। খনন করার সময় এটি উদ্ধার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *