নতুন ইসির প্রথম ভোট : কুসিক নির্বাচনের তপশিল হতে পারে ২৫ এপ্রিল, ভোট ৮ জুন

Share Now..

আগামী ২৫ এপ্রিল তপশিল ঘোষণা করা হতে পারে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের। তপশিল অনুযায়ী ভোটগ্রহণ হবে আগামী ৮ জুন। এ নির্বাচনটির মধ্য দিয়ে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন প্রবেশ করবে নির্বাচনি কর্মযজ্ঞে। নিরপেক্ষতা প্রমাণ এবং ভোটারদের আস্থা ফেরাতে তাই এই নির্বাচনটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নতুন কমিশন। ঐ সিটির ভোটকে ‘অ্যাসিড টেস্ট’ হিসাবে দেখছেন ইসির সংশ্লিষ্টরা।

এছাড়া মেয়াদোত্তীর্ণ প্রায় ১০০-এর মতো পৌরসভা ও স্থগিতসহ বেশ কিছু ইউনিয়ন পরিষদের তপশিল দেবে ইসি। ভোটের দিনক্ষণ এক দিনই রাখার চিন্তা ইসির।

ইসি সূত্রমতে, কুমিল্লা সিটি নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) করার চিন্তা করছে ইসি। এর আগে দুটি নির্বাচনও ইভিএমে হয়। এ লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ইসি।

আগামী ২৫ এপ্রিল নতুন কমিশনের দ্বিতীয় কমিশন সভা আহ্বান করা হচ্ছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, এ সভায় কুমিল্লা সিটিসহ স্থানীয় সরকারের আরো বেশকিছু নির্বাচন ইস্যুতে এজেন্ডা নথিভুক্ত হওয়ার কথা রয়েছে। ইসির সংলাপে অংশ নিয়েছেন শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা। প্রত্যেকেই নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন আয়োজনে ইসিকে তাগিদ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *