কোটচাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা ও রেণু বিতরণ
কোটচাঁদপুর সংবাদদাতা
`সঠিক পুষ্টিতেই সুস্থ জীবন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদের কোটচঁদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২২ উপলক্ষে দরিদ্র মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা ও রেণু বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬শেএপ্রিল) বিকালে কেন্দ্রীয় মৎস্য হ্যাচারী কমপ্লেক্সে মৎস্য অধিদপ্তরের আয়োজন মাছের পোনা ও রেণু বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, এসময় উপস্থিত ছিলেন মৎস্য হ্যাচারী ম্যানেজার আশরাফ-উল ইসলাম।
উপজেলার এলাঙ্গি গ্রামের শহিদুজ্জামন সাগর, পৌর এলাকার নওদাগা গ্রামের হাফিজুর রহমান, দোড়া ইউনিয়নে পাঁচলিয়া গ্রামের নজরুল ইসলাম ও বিপ্লব হোসেন জসিম সহ প্রত্যেককের মাঝে ৭৫০গ্রাম করে বিভিন্ন প্রজাতির মাছের রেনু বিতরণ করা হয়।
এসময় মৎস্য কর্মকর্তা বলেন, দেশের স্বার্থে এ ধারা অব্যাহত রাখতে হবে। মাছের উৎপাদন বৃদ্ধি করে দেশের জনগোষ্ঠীর শুধু পুষ্টি চাহিদা পূরণ নয়, ব্যাপক কর্মসংস্থান, বিদেশে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন আমাদের অন্যতম লক্ষ্য।
New challenges, new rewards—play now and explore! Lucky Cola