আবারও তামিমের শতক, ৪ রানের জন্য সেঞ্চুরি মিস এনামুলের

Share Now..

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন চলমান ডিপিএলেও। গত ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি। আজ (২৮ এপ্রিল) আবারও শতক হাঁকালেন এই ওপেনার।

বিকেএসপিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সর্বোচ্চ ১৩৭ রান করেছেন তামিম ইকবাল। আউট হওয়ার আগে ১৩২ বলে সাজানো ইনিংসটিতে ছিল ১৩টি চার ও ছয়টি ছক্কা, স্ট্রাইকরেট ১০৩.৭৯। দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ রান করেছেন অবিশ্বাস্য ফর্মে থাকা এনামুল হক বিজয়। মাত্র ৪ রানের জন্য শতক মিস করলেও আরও একটি রেকর্ড ঠিকই নিজের নামে করে নিয়েছেন এই ওপেনার।
এর আগে ডিপিএলের এক আসরে সর্বোচ্চ আটটি অর্ধশতক হাঁকিয়েছিলেন নাঈম ইসলাম ও রকিবুল হাসান। নাঈমের রেকর্ডটি ছিল ২০১৪-১৫ আসরে। রকিবুল সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন ২০১৮-১৯ সেশনে। এবার তাদেরকে পেছনে ফেলে রেকর্ডটি সম্পন্ন নিজের করে নিলেন এনামুল বিজয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *