জয় না আসা পর্যন্ত ইউক্রেনের পাশে থাকবো: ন্যান্সি পেলোসি
যুদ্ধকালীন সময়ের মধ্যে এবার শনিবার (৩০ এপ্রিল) ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গেছেন গেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। পেলোসির সঙ্গে ছিলেন মার্কিন প্রতিনিধি জেসন ক্রো, জিম ম্যাকগর্ভন এবং অ্যাডম শিফ। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পেলোসি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছে।
ন্যান্সি বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে।
ইউক্রেন সফর শেষে পোল্যান্ডে সাংবাদিকদের ন্যান্সি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা ইউক্রেনের পাশে আছি এবং আমরা ন্যাটোর সঙ্গে আছি।
এছাড়া পেলোসি জানান, সফরে তিনি এবং জেলেনস্কি মানবিক ও আর্থিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন। ন্যান্সি বলেন, জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করা এবং তাকে ইউএস কংগ্রেস থেকে ঐক্যের বার্তা এবং প্রশংসার বার্তা জানাতে পারা একটি মহৎ সম্মানের বিষয়।