গ্যালারিতে আরসিবি সমর্থককে প্রোপোজ করলেন এক নারী!

Share Now..

ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রিয় মানুষকে বিয়ের জন্য প্রোপোজ করা নতুন কিছু নয়। তবে গতকাল (৪ মে) আইপিএলের ৪৯তম ম্যাচে যা ঘটলো তা নিয়ে আলোচনা চলছে অন্য কারণে। এক মেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) টি-শার্ট পরিহিত এক ছেলেকে প্রোপোজ করেছে। সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

খেলা চলছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার। পুনেতে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ পর্যন্ত ১৩ রানে জয় পেয়েছে ব্যাঙ্গালুরু। আর দ্বিগুণ আনন্দ ওই প্রেমিক যুগলের। পছন্দের দলের পাশাপাশি নিজেদের ভবিষ্যতেরও যে সিদ্ধান্ত হয়ে গেলো!

এদিকে, ঘটনাটি নিয়ে এক টুইট বার্তায় মজার মন্তব্য করেছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর। তিনি লিখেন, ‘একজন আরসিবি ভক্তকে প্রোপোজ করেছে এক স্মার্ট মেয়ে। সে যদি আরসিবির প্রতি অনুগত থাকতে পারে, তাহলে সে অবশ্যই তার পার্টনারের প্রতিও অনুগত থাকবে। সাবাশ! এবং প্রোপোজের জন্য একটি ভালো দিন।’

এবার আইপিএলের ১৫তম আসর চলে। কিন্তু এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি আরসিবি। তাই দলটির ভক্তদের বলা হয় সত্যিকারের সমর্থক। সেটির প্রতিই ইঙ্গিত করেছেন ওয়াসিম জাফর!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *