হরিণাকুণ্ডুতে জমি নিয়ে পূর্ব সত্রুতার জেরে সংঘর্ষ ।।। আহত ১৩

Share Now..

হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পক্ষে ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ মে) সকালে উপজেলার যাদবপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বিক্রয় করা জমি নিয়ে কয়েক মাস ধরে ওই গ্রামের বজলু ফকিরের সাথে একই গ্রামের নাসিম মোল্লার বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ ওই জমিতে থাকা ফসল নষ্ট করে চাষ করে বজলু ফকিরের লোকজন। এতে বাধা দিলে নাসিম মোল্লাকে মারধর করে প্রতিপক্ষরা। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের লোকজন বাশের লাঠি সহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়।

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উপজেলার চাঁদপূর ইউনিয়নের যাদবপূর গ্রামে জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে পারিবারিক গোলযোগ হয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো পক্ষই থানায় এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *