বেনজেমা খেলেনি, হারতে হয়েছে রিয়ালের

Share Now..

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে জিতে নিয়েছে লা লিগা। এ মাসেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। সেখানে তাদের প্রতিপক্ষ লিভারপুল। রিয়ালের এমন সাফল্যের পেছনে অন্যতম কারিগর অধিনায়ক করিম বেনজেমা। সাম্প্রতিক সময়ে রিয়ালের জয় মানেই যেন শেষ মুহূর্তে বেনজেমার গোল। যেটা গতরাতে বেশ ভালোভাবেই মিস করেছে রিয়াল।

গত সপ্তাহে এসপানিওলকে ৪-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এরপর গতরাতেই প্রথম খেলতে নামে তারা। আগের মৌসুমের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তাদেরই মাঠে ১-০ গোলে পরাজিত হয়েছে রিয়াল। এদিন, ওয়ান্দা মেত্রোপলিতানোতে সেরা তারকাদের মাঠে নামাননি কার্লো আনচেলত্তি। ম্যাচেই সাইড বেঞ্চে বসে ছিলেন করিম বেনজেমা, লুকা মদরিচ, ফেদেরিকো ভালভার্দে, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল, ফারলাঁ মেন্দি, থিবো কর্তোয়া, ডেভিড আলাবা।
তাদের বদলি মাঠে নামানো হয় সারা বছর সাইড বেঞ্চে গরম করা আন্দ্রেই লুনিন, হেসুস ভায়েহো এবং লুকা জোভিচরা। হয়তো লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় তাদেরকে বাজিয়ে দেখতে চেয়েছেন কোচ আনচেলত্তি। সেটিই যেন কাল হলো দলটির। ৪০ মিনিটে পেনাল্টিতে গোল পায় আতলেতিকো। শেষ পর্যন্ত সেটিই ফল নির্ধারক হয়ে ওঠে। করিম বেনজেমা নেই, তাই শেষ মুহূর্তে রিয়ালের হয়ে কেউ গোলও আদায় করে নিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *