শৈলকুপায় ২৬ বছর পর পৌর আ.লীগের সম্মেলন হতে যাচ্ছে

Share Now..

শৈলকুপা প্রতিনিধি ঃ

২৬ বছর পর ঝিনাইদহের শৈলকুপা পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই সম্মেলনকে সামনে রেখে মঙ্গলবার বিকাল ৪ টায় শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের নিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সভা থেকে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগকে ১২ মে সম্মেলন করার ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়। সম্মেলনের ঘোষণা আসায় বিভিন্ন পদে নতুন নেতৃত্বে পৌর আওয়ামী লীগ আরও সংগঠিত হবে বলে মনে করছে তৃণমূলের নেতা-কর্মীরা।
এদিকে ১২মে কে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে শৈলকুপা পৌর আওয়ামী লীগের নেতা-কর্মী আর সমর্থকেরা। বৃষ্টি উপেক্ষা করে তারা আগামী ১২ মে সম্মেলনকে সফল করার ব্যাপারে শ্লোগান দিতে থাকে। ২৬ বছর পর সম্মেলনের সংবাদে নড়েচড়ে বসতে শুরু করেছে পৌর আওয়ামী লীগের নেতৃত্ব ও পদ প্রত্যাশীরা। সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৬ সালের ডিসেম্বরে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৬ সালের ডিসেম্বরে হওয়া সম্মেলনে মেয়র কাজী আশরাফুল আজমকে সভাপতি, অ্যাডভোকেট কাজী নইমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি হয়। সেই কমিটি এখনো বহাল রয়েছে। তবে এই কমিটির ২৫ জনের বেশি সদস্য মারা গেছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান বলেন, উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় আগামী ১২ মে পৌর আওয়ামীলীগের সম্মেলন সফল করার ব্যাপারে সিদ্ধাস্ত গৃহিত হয়। আশা করি ১২ মে পৌর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
বর্তমানে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান ইকু শিকদার ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বলেন, পৌর আওয়ামীলীগের সম্মেলন বার বার তারিখ পরিবর্তন হলেও আগামী ১২ মে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়াও দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় দলটি এখানে সাংগঠনিক অবস্থায় দুর্বল রয়েছে। প্রত্যাশা করছি সম্মেলনের মাধ্যমে অভিজ্ঞ প্রবীণ আর তরুণ নেতাদের সমন্বয়ে নতুন পৌর কমিটি হবে।শৈলকুপা পৌর আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ হাই এমপি,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ হাকিম আহাম্মেদ,উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মতিয়ার রহমান,যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান বাদশা,উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পৌর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিকদার ওয়াহিদুজ্জামান শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ^াস,সাধারণ সম্পাদক শাওন শিকদার সহ শত শত নেতা কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *