কোপা আমেরিকায় ব্রাজিল দলে যারা আছেন
কোপা আমেরিকায় ব্রাজিলের খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিলেও এখন তা কেটে গেছে। নেইমার-কাসেমিরোরা জানিয়ে দিয়েছেন, তারা আসর বয়কট করছেন না। তবে টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন নির্ভর করছে ব্রাজিলের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর। এরইমধ্যে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল।
সোমবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় ‘বি’ গ্রুপে ভেনিজুয়েলা এবং ব্রাজিলের খেলা দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। এই গ্রুপে ব্রাজিলের অন্য প্রতিপক্ষ কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু।
এদিকে কোপা আমেরিকায় মাঠে নামার আগে শক্তিশালী দল সাজিয়েছে ব্রাজিল। নয়বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল এবারের আসরেও ফেবারিট।
গোলরক্ষক: অ্যালিসন বেকার, ওয়েভারটন, এডারসন।
ডিফেন্ডার: দানিলো, এমারসন, ফেলিপে, আলেক্স সান্দ্রো, রেনান লোদি, এডের মিলিটাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস।
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফাবিনহো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, ডগলাস লুইজ, এভারটন রিবেইরো।
ফরোয়ার্ড: এভারটন, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, ভিনিসিউস জুনিয়র, রিচার্লিসন।
Epic battles, insane graphics, and endless fun Lucky Cola