দিদির কাব্যের প্রতি যে ভালোবাসা, তা এতদিনে সম্মানিত হলো: শ্রাবন্তী
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলা আকাদেমি’ সাহিত্য পুরস্কার দেওয়া নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। প্রতিবাদ জানিয়ে নিজের পাওয়া পুরস্কার ফেরত দিয়েছেন পশ্চিমবঙ্গের লেখিকা এবং গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কেউ কেউ মমতাকে অভিনন্দনও জানাচ্ছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরস্কার পাওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী। আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়ে মমতাকে অভিনন্দন জানান তিনি। মমতার পুরস্কার পাওয়ার খবরে অত্যন্ত খুশি তিনি।
শ্রাবন্তী বলেন, ‘খুবই ভাল খবর। দিদি দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন। দিদির যে কাব্যের প্রতি ভালবাসা, তা এত দিনে সম্মানিত হল, তা ভেবেই ভাল লাগছে আমার। আমি আশা করব, দিদি আরও ভাল কাজ করবেন এবং সম্মান পাবেন।’পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা বাংলা একাডেমি প্রথমবারের মতো বিশেষ সাহিত্য পুরস্কার চালু করে। এতে প্রথমবারই সাহিত্যে বিশেষ খেতাব জিতেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার ‘কবিতা বিতান’ বইয়ের জন্য মমতাকে এ পুরস্কারে ভূষিত করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এদিন কলকাতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের জন্য রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।